ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে হিন্দুরা ভালো নেই:  কঙ্গনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ৩০ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। গতকাল শুক্রবার ২৯ নভেম্বর) কলকাতায় এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো ক্ষোভ ঝাড়েন তিনি।

কঙ্গনা বলেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতি খুবই দুশ্চিন্তার। বিশেষ করে হিন্দুদের জন্য। এখানে হিন্দুরা ভালো নেই। শুধু তাই নয়, এই অভিনেত্রী আরও দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। 

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে কেন আন্দোলন হচ্ছে না, সেটা নিয়েও প্রশ্ন তুলেন অভিনেত্রী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের পরিস্থিতি নিয়ে এদেশে কোনো আন্দোলন চোখে পড়ছে না। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখছে না অল আইজ অন বাংলাদেশ। বিষয়টা অবাক লাগছে।

তবে কেউ আওয়াজ না তুললেও বাংলাদেশের ওপর চোখ রাখছেন বলে জানিয়েছেন কঙ্গনা। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যখন থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকেই অশান্তি ছড়াচ্ছেন। এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে রয়েছি। বিশেষ করে ওই দেশে যে হিন্দুরা রয়েছেন তাদের সঙ্গে রয়েছি। ঈশ্বর সবাইকে রক্ষা করুন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি